প্রশ্নঃ TMA কি ? TMA কি করে তৈরী করবো এবং কি ভাবে জমা দিবো? - Diploma in Computer Science & Application (DCSA)

Saturday, 28 April 2018

প্রশ্নঃ TMA কি ? TMA কি করে তৈরী করবো এবং কি ভাবে জমা দিবো?

প্রশ্নঃ TMA কি ? TMA কি করে তৈরী করবো এবং কি ভাবে জমা দিবো?



উত্তরঃ
TMA = Teacher marks Assignment
এটি তিন ভাবে করা হয়। প্রতি বইয়ে উপর দুটি করা TMA করতে হয়। যেমনঃ TMA-01, TMA-02,
১. প্রথম পদ্ধতিঃ
আপনার বইয়ের সকল অধ্যায় গুলো গণনা করবেন। সকল অধ্যায়কে দুই ভাগ করবেন । করে প্রথম ভাগের সকল, Multiple choice questions, Short Question & Analytical question দ্বারা TMA-01, আর দ্বিতীয় ভাগের সকল  Multiple choice questions, Short Question & Analytical question দ্বারা TMA-02 তৈরী করতে হইবে।
২. দ্বিতীয় পদ্ধতিঃ
আপনি যে বিষয়টির TMA তৈরী করবেন সেই বিষয়ের সম্পূর্ণ বইয়ে Multiple choice questions দ্বারা TMA-01, আর সকল Short Question দ্বারা TMA-02 তৈরী করবেন।
৩. তৃতীয় পদ্ধতিঃ
আপনার বিষয় বিত্তিক স্যার কে জিজ্ঞাস করবেন যে স্যার আপনি TMA তৈরী করার জন্য কোন প্রশ্ন পত্র দিবেন কি? যদি বলে হ্যাঁ দিবো তাহলে তার প্রশ্ন পত্র অনুসারে তৈরী করতে হইবে। আর যদি বলে না তোমরা তোমাদের মতো করে   তৈরী করো তাহলে উপরের যে কোন একটি পদ্ধতিতে করলেই হইবে।
আর অবশ্যই TMA হাতে লিখে তৈরী করতে হইবে। কম্পিউটার কপি দিলে নম্বর কম পাবেন। ধন্যবাদ সকলকে, আর এই তথ্যটি আপনারদের বন্ধদের মাধে শেয়ার করে দেন যাতে তারাও জানতে পারে।
জমা প্রদানের পদ্ধতিঃ

অবশ্যই প্রতিটি TMA কভার পেইজ  খুব সুন্দর করে ডিজাইন করে তৈরী করতে হবে। এবং একটি সুন্দর ফাইলে , স্পাইরার বা পাঞ্চ করে বইয়ের মত করে তৈরী করে জমাদিতে হইবে। 

No comments:

@way2themes