প্রশ্নঃ Lab Record Book কি ? কি করে এটি তৈরী করবো? - Diploma in Computer Science & Application (DCSA)

Saturday, 28 April 2018

প্রশ্নঃ Lab Record Book কি ? কি করে এটি তৈরী করবো?




প্রশ্নঃ Lab Record Book কি ? কি করে এটি তৈরী করবো?

উত্তরঃ Lab Record হলো,  লেব বিষয় কিছু Practical  কাজ যা থিউরি আকারে চিত্র সহকারে লিখে জমা দিতে হয়। অর্থাৎ আমাদের শিক্ষকরা লেবে যে কাজ গুলো হাতে-কলমে শিখানোর কথা সে বিষয় গুলো দ্বারা একটি প্রশ্নপত্র তৈরী করা হয়েছে। এই প্রশ্ন গুলোর উত্তর চিত্রসহকারে লিখে একটি কভার পেইজ সহ শিক্ষকের নিকট জমা দেওয়াকে Lab Record Book বলে।

No comments:

@way2themes